দুই নারী হাতে তরবারি (?)

শেষ অবধি, আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেশী করে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে – সেটি হল, সেই একই সময়ে পাশাপাশি দাঁড়িয়ে মনোবিজ্ঞানের মতো জটিল একটি বিষয়ে যে দুইজন বিশেষজ্ঞ নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠার জন্য এ্যাকাডেমিক লড়াই চালাচ্ছেন – তাঁরা দুজনেই সে সময়ে মহিলা, দুজনেই তাঁদের কৃতিত্ব ভিন্ন আর কোনও কিছু দিয়েই নিজেদের সেই উচ্চতায় পৌঁছননি। তাঁরা নিজেদের উৎকর্ষের মাধ্যমেই মনোবিজ্ঞানের পৃথিবীতে নিজেদের জন্য একেকটি করে স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৪)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 16 August, 2021 | 572 | Tags : Anna Freud Melanie Klein Psychoanalytical Society Sigmund Freud Series on Female Scientists